মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।আলেম ওলামাদের মতে সে দানের সওয়াব দুনিয়াসহ মৃত্যুর পরও মানুষ আখেরাতেও ভোগ করেন।
সমাজের একাংশের মানুষ যেখানে বাটপারি চিটারি আর অন্যের অধিকার হরনের প্রতিযোগিতায় ব্যস্ত সেই সমাজের সেইসব বাটপার আর চিটারদের ভিড়ে স্বার্থহীন হয়ে আখেরাতে ভালো থাকার স্বার্থে জনসাধারণের চলাচলের ভাঙা রাস্তা সংস্কার করে দেওয়া হয়েছে।
মধ্যম তাজপুর জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কামাল খানের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়ে শুক্রবার সিরাজদিখান কোলা সড়কের মধ্যম তাজপুর জামে মসজিদ সংলগ্ন ভাঙা এ রাস্তাটি সকাল থেকে শুরু করে দুপুর অবদি স্ব-শরীরে হাজির থেকে সংস্কার কাজ করান তিনি।বেশ কয়েক বছর ধরে ভাঙা পরে থাকা রাস্তাটি সংস্কার করায় বিভিন্ন যানবাহনসহ হাজারো মানুষের যাতায়াতে ভোগান্তির অবসান হলো।বর্তমান প্রচার মূখ পৃথিবীর প্রচার বিমূখ হয়ে মানুষের উপকার করে আসছেন হাজী মোঃ কামাল খান।
যে সমাজের মানুষ মানুষকে উপকার করে সেলফি তুলে সেই সেলফি প্রচার করে মানুষকে দেখাতে ব্যস্ত ঠিক একই সমাজে প্রচার বিমুখ হয়ে সার্বিক সাহায্য সহযোগীতার মধ্য দিয়ে মানুষের উপকার করে যাচ্ছেন তিনি।
যেই সমাজের মানুষ মানুষের হক মেরে খাওয়াটা ট্রেন্ড মনে করে,সেই একই সমাজে গোপনেও যে নিঃস্বার্থ হয়ে মানুষের উপকারে করা যায় হাজী কামাল খান যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।