মেহেদী হাসান অন্তর, জেলা প্রতিনিধি নওগাঁ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং জুলাই বিপ্লবের অন্যতম সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
সোমবার রাত ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা শাখার আয়োজনে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সদস্য সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ এবং পরিচালনা করেন ইমরুল আখি পরাগ।
বক্তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে রয়েছে ফ্যাসিবাদী চক্র ও স্বৈরাচারী ছাত্রলীগ-বাকশালীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।