
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকায় দিনের বেলায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এ সময় রবিন ঢালী (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে মাথায় পিস্তলের আঘাতে গুরুতর জখম করা হয়।ছিনতাইকারীরা তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রামপাল কলেজের পেছনের রাস্তায়। আহত রবিন ঢালী রামপাল ইউনিয়নের রামপাল গ্রামের রেজাউল করিম ঢালীর ছেলে।তিনি জানান,ফুফাতো ভাই ইকবালের কাছ থেকে বিকাশের মাধ্যমে পাওয়া টাকা নিয়ে মুন্সীগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন।পথে লিখন দালাল(৩০),মাহবুর(৩০) ও আরও তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে আটকায়।রবিনের ভাষ্যমতে,ছিনতাইকারীরা পিস্তল,সুইচ গিয়ার ও চাপাতি প্রদর্শন করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।ধস্তাধস্তির একপর্যায়ে লিখন দালাল পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক জখম হন এবং মাথায় তিনটি সেলাই দিতে হয়।অন্যরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।পরে পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন রবিন ঢালী।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল হয়েছে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তা। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।