
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আ”গু”ন দিয়েছে দু”র্বৃত্ত”রা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মা”রা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, কর্যক্রম নি”ষি”দ্ধ আও”য়া”মী লী”গের নেতাকর্মীরা সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণ নামের একটি বাসে আ”গু”ন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মা”রা যান।