ইউসুফ আলী, ত্রিশাল( ময়মনসিংহ) :
ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতির সময় একটি পিক-আপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী রাতে অভিযান চালিয়ে উপজেলার ত্রিশাল থানা রোড ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,১। দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মঞ্জপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আইনুল হক(২৫),২।শেরপুর জেলার শ্রীবরদী থানার গিলাগাছা গ্রামের মৃত আকবর আলীর ও পালক পিতা মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ রবিউল (২৬),৩। ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাঠালী গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে মোঃ তামিম (২২),৪।শেরপুর জেলার শ্রীবরদী থানার বারেরা গ্রামের মোঃ সোহরাব এর ছেলে মোঃ হযরত আলী (২৩),৫।শেরপুর জেলার ঝিনাইগাতী গ্রামের মোঃ নিরু মিয়ার ছেলে মোঃ রমজান আলী (২২)।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার রায়মনি এলাকার হাস মতের মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে দ্রুত পালানোর সময় ত্রিশাল থানা রোড় ব্রীজের দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে এসআই আঃ করিম,বিকাশ,তপু, এএসআই আলমগীর, রফিকুল ইসলাম,ইসমাইল হোসেন সুতিয়া নদীর ব্রীজে উপর থেকে রাত ২:৩৫ ঘটিকার সময় তাদের আটক করে। তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রঙের পিক-আপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।