মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট-২০২৬ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার রুম্পা ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
পরিসংখ্যান অফিসার কামরুন নেছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিস সুলতানা।
আরো উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার মো: ফারুক হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)তৌফিকুল ইসলাম বারী, সিরাজদিখান থানা ওসি তদন্ত হাবিবুর রহমান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ।
প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক আসন্ন ২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিন সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,জনগণের আশা-আকাঙ্ক্ষা স্থায়ীভাবে পুরনের লক্ষ্যে আপনাকে ভোট দিতে হবে তাই আপনাকে ভোটের দিন ভোট কেন্দ্র উপস্থিত থাকতে হবে।এ নির্বাচন হবে অতীতে নির্বাচনের চেয়ে সুন্দর শতভাগ নিরপেক্ষ শান্তিপুর্ন।নিরপেক্ষ শান্তিপুর্ন নির্বাচন করেতে সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com