মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড গজারিয়া স্টেশন।কোস্ট গার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টার দিকে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।এ সময় ভ্যানটি থেকে আনুমানিক ৯ হাজার ৮৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়,যার বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা।
অভিযানকালে ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।পরে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়,অবৈধ জাটকা আহরণ ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com