মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলমন্দি এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো: কামরুজ্জামান রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো:সুলতান আহমদ,বিএনপি নেতা খোরশেদ কাজী,মোকলেছুর রহমান বকুল,দেলোয়ার হোসেন মোল্লা,নুর ইসলাম,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল,যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেছ গাজী,রাশেদুল ইসলাম,আমিনুল ইসলাম অনু,সুমন মোল্লা, জসিম মোল্লা,মিথুনসহ আরও অনেকে।মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো:কামরুজ্জামান রতন বলেন,বর্তমান সংকটময় সময়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম করে গেছেন।তার আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com