মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য,চোরাই মালামাল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে চারটার দিকে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭),মো: মুনসুর (৩৭) ও মো:আমান উল্লাহ সরদার (২১) নামে তিনজনকে আটক করা হয়।তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা,তিন প্যাকেট হিরোইন,১৫০টি শনাক্তহীন মাদক (পুলিশের শনাক্তকরণ প্রক্রিয়াধীন),চুরিকৃত চারটি বাইসাইকেল,চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়,আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবিষ্যতেও মাদক,সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com