মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনে বাঙালির শীতকাল মানেই পিঠা উৎসব।সেই ঐতিহ্যকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)দিনব্যাপী উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো:তানভীর আহমেদ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শেখ মো:আব্দুল্লাহর ছোট বোন শামীমা আক্তার স্মৃতি।আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মিয়া মো:ফরিদ উদ্দিন,রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল,অভিভাবক সদস্য ওমর ফারুক রিগ্যান,রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম,সাবেক সদস্য আব্দুল মান্নান বেপারীসহ শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উৎসবে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও স্থানীয় অতিথিদের অংশগ্রহণে পুরো কলেজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।মেলায় ৯টি স্টলে ভাপা পিঠা,চিতই পিঠা,পাটিসাপটা,দুধ চিতই,নারকেল পিঠা, তেলের পিঠা ও খেজুর গুড়ের পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই এসব পিঠা তৈরি ও পরিবেশন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।বক্তারা বলেন,শীতকালীন পিঠা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।নতুন প্রজন্মের মাঝে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পিঠা উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com