মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর হাসপাতাল রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মনিটরিংকালে দেখা গেছে,রোগিদের টেস্টের মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের থেকে অধিক মূল্যে বিভিন্ন টেস্ট করা হচ্ছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান টির মালিক মহসিন দেওয়ান কে সমুদয় টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা অনুযায়ী টেস্টের মুল্য নেয়ার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান,রোগীদের টেস্টের মূল্য পরিমানের চেয়ে বেশি নেওয়ায় ৭ হাজার টাকা জরিমানা করেছি পাশাপাশি পঞ্চসার এলাকায় মেসার্স আই আর এন্টারপ্রাইজ গ্যাসের ডিলার পয়েন্টে মনিটরিং করেছি। এল পি গ্যাসের সরবরাহ কম থাকায় প্রতিষ্ঠানের মালিককে এল পি কোম্পানির নিকট থেকে দ্রুত সংগ্রহ করে বাজারে সরবরাহ করার নির্দেশনা দিয়েছি।অভিযান অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com