নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম এবং এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করে, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন —
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!!২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল রফিক, সালাম ও বরকত সহ নাম না জানা আরও অনেকেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা বলছি, লিখছি। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙ্গালিরা। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা।
২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে! তাই বলতে চাই ২১ কোনো সংক্ষা নয়, একুশ আমার অহংকার…।