
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ প্রবাসীর হাত-পা বাঁধা ও গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডালিম দেওয়ান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউপির পোড়াচক বাউশিয়া গ্রামের ইসমাঈল দেওয়ানের ছেলে বলে জানা গেছে। তিনি মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর একটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউপির পশ্চিম নয়াকান্দী গ্রামে আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে ভাসমান অবস্থায় তার হাত-পা বাঁধা,গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে দুপুর দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী লিপি আক্তার জানান, বুধবার বিকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ডালিম।এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় তিনি বাড়িতে না ফেরায় আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। শুক্রবার দুপুরে নদীতে ডালিমের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা তাদের খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো:রাজিব খান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌপুলিশ দেখছে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।