
মোঃ রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ
প্রতিবছরের মতো এবারও রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ফন্দি-ফিকিরের খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, রমজান শুরুর দুই মাস আগ থেকেই বাজারে নিত্যপণ্যের দাম পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে, যাতে রমজানে পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ না থাকে।
পরিকল্পনার অংশ হিসাবে ইতোমধ্যে রাজধানীর খুচরা বাজারগুলোয় সব ধরনের ডাল, ভোজ্যতেল, আদা-রসুন-পেঁয়াজ, হলুদ-মরিচ, চিনি-লবণ এমনকি খেজুরের দামও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে গরুর মাংস ও মুরগির দামও বেড়েছে। টিসিবির তথ্যমতে, এক মাসের ব্যবধানে খুচরা বাজারে অন্তত ১৬ ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে।
উদ্বেগজনক হলো, রমজানের আগে ধাপে ধাপে বিভিন্ন পণ্যসামগ্রীর মূল্য যে পরিমাণ বাড়ানো হয়, পরে তা আর কমানো হয় না। কাজেই বাজারের নিয়ন্ত্রণ যাতে দুষ্টচক্রের হাতে চলে না যায়, সে জন্য কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ঠার নিয়ন্ত্রণের পাশাপাশি কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।