
সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: শনিবার, মার্চ ৩০, ২০২৪, ১৯শে রমজান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে গোবিন্দগঞ্জ উপজেলার অধিনস্ত শালমারা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল দামগাছা বাজারে অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ফারুক আহম্মদ।
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পৌর ও শালমারা ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।