
মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ‘মা’ মিনা রানী (৪২) নামের এক গৃহবধূ।
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ক্যামেরার বাজার বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ একই গ্রামের ভুবন চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ‘গত সোমবার (১ এপ্রিল) মিনা রানীর ছোট মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এতে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। স্বজনদের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ধরনী ক্লান্ত রায় বলেন, ‘মেয়ে পালিয়ে যাওয়ায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।