
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিওর হাউজিং কোম্পানির সামনে থেকে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ফারুক হোসেন নামে এক ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার রাত ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার-চরপানিয়া সড়কের এনসিওর হাউজিং কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। মো.ফারুক হোসেন উপজেলার বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ভুক্তভোগী ইউপি সদস্য মো:ফারুক হোসেন জানান,রাতে বিএনপির একটি অনুষ্ঠান শেষে গাড়ি না পেয়ে আমি একটি ড্রাম ট্রাক করে বাড়ি যাই।ড্রাম ট্রাকটি এনসিওর হাউজিং কোম্পানির সামনে আসলে চরপানিয়া গ্রামের সুলতান মাতবরের ছেলে নুরে তাজেল(৩৫),মেজবাহ উদ্দিনের ছেলে সিয়ামসহ(২১) আরো ২/৩ জন ড্রাম ট্রাকের গতি রোধ করে চালকের কাছে চাদা দাবি করে।আমি বাধা দিলে ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজরা আমার উপর অতর্কিত হামলা চালায়।এ হামলায় আমার একটি হাত ভেঙে যায়।
বালুচর ইউপি চেয়ারম্যান মো:আওলাদ হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,চাদা তুলতে বাধা দেওয়ায় ইউপি সদস্য ফারুক হোসেনের উপর হামলা হয়েছে।তবে যারা হামলাটা করেছে তারা মাদক ব্যবসার সাথেও জড়িত।অভিযুক্ত নূরে তাজেল (৩৫)কে একাধিকবার ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল হান্নান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।