
মোঃ রাজু মিয়াm বিশেষ প্রতিনিধিঃ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের অদম্য মেধাবী নির্ঝণা জাহান মিতুল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় ভর্তির সুবর্ণ- সুযোগ পেয়েছে।
মিতুলের অসামান্য অর্জনের খবরে খুশির জোয়ার বইছে তার স্কুল,কলেজ,পরিবারসহ পাড়াপড়শিদের মধ্যে। চারদিকে বইছে আনন্দের ফল্গুধারা। মিতুলের অদম্য অগ্রযাত্রায় শিবচন্দ্র রায় কলেজের পক্ষ থেকে মিতুল- কে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।