
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের জনশক্তি উন্নয়ন সংস্থা সম্প্রতি সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় ও প্রতিবন্ধী পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে।মুন্সীরহাট এলাকায় দুইটি অসহায় পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি তাদের মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।আজ শুক্রবার(২ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বাকপ্রতিবন্ধী তৃথির পরিবারকে সাহায্য হিসেবে প্রদান করা হয় ২৫ কেজি চাল, ৫ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি হুইল পাউডার, ২টি কম্বল, ১ সেট ড্রেস এবং নগদ ১,০০০ টাকা।একইভাবে,বুদ্ধি প্রতিবন্ধী সুজনের পরিবারকেও একটি কম্বল বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান,প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার,সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুথি,প্রচার সম্পাদক আবির শেখ,শিল্প ও সংস্কৃতি প্রতিনিধি উম্মে হাবিবা তানহা ও জিহাদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।তারা জানান,সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।মুন্সীগঞ্জের জনশক্তি উন্নয়ন সংস্থার তার প্রতিষ্ঠার পর থেকেই এলাকার মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।সংস্থার প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার তাঁর এক বক্তব্যে বলেছেন,“আমাদের লক্ষ্য হলো স্থানীয় জনগণের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।আমরা বিশ্বাস করি,একটি সমাজের উন্নয়নের মূলে রয়েছে তার জনশক্তির সঠিক বিকাশ।তাই আমাদের সংস্থা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মদক্ষ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা যুবসমাজকে আরও স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে তুলতে চাই।এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ,শক্তিশালী ও সুনিপুণ মুন্সীগঞ্জ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ব্যক্তি তার দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পাবে এবং তার জীবনের মানোন্নয়নে অবদান রাখতে পারবে। সংস্থার এই প্রচেষ্টার ফলে অনেকেই নতুন নতুন কাজের সুযোগ পাচ্ছে এবং তাদের জীবনের মান উন্নত হচ্ছে।জনশক্তি উন্নয়ন সংস্থার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।