
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সবজির সরবরাহে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।শীতকালীন সবজি চাষের জন্য অঞ্চলটি বিখ্যাত,এবং এই মৌসুমে কৃষকরা তাদের উৎপাদনে বেশ সন্তুষ্ট।এই বছরের শীতল আবহাওয়া সবজির বৃদ্ধি ও গুণগত মানে সহায়ক ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
আজ শনিবার(৩ জানুয়ারি) সকালে স্থানীয় বাজারগুলোতে এখন তাজা সবজির সরবরাহ বেড়েছে,যা ক্রেতাদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।বাঁধাকপি,ফুলকপি,পালং শাক, টমেটো এবং মুলা সহ বিভিন্ন রকমের সবজি এখন বাজারে সহজলভ্য।কৃষকরা জানিয়েছেন যে,এই বছর শীতের আগমনে সবজির চাষের জন্য উপযুক্ত সময় পাওয়া গেছে,যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
তবে,সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা উদ্বিগ্ন।চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে এবং কৃষকদের যথাযথ মুনাফা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বাজার কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন।এদিকে,মুন্সীগঞ্জের সবজি দেশের অন্যান্য এলাকায়ও সরবরাহ করা হচ্ছে,যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
মুন্সীগঞ্জের সবজির খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে,এবং এই শীত মৌসুমে তা আরও শক্তিশালী হয়েছে।স্থানীয় কৃষকরা আশাবাদী যে,সঠিক ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের মাধ্যমে তারা তাদের উৎপাদনের যথাযথ মূল্য পাবেন এবং আগামী বছরগুলোতেও এই সাফল্য বজায় রাখতে পারবেন।