মোঃ আবু হাসান : গত ০৬/০৫/২৩ ইং তারিখে টংগী পূর্ব থানার এস আই কায়সার হাসান ফারুক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় মোবাইল ডিউটি পালন কালে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের বারান্দায় স্ট্রেচারে অজ্ঞাত পুরুষ লাশ বয়স আনুমানিক ৪০ কে পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন এবং পুলিশ বাদী হয়ে টংগী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, মামলা নং ১৬ তাং ১৬/০৫/২৩ ইং।
ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্ত হইয়া দেখা যায় উক্ত অজ্ঞাত লাশটি আঘাত জনিত কারনে মৃত্যবরন করেন।পরবর্তীতে এস আই কায়সার হাসান ফারুক বাদী হয়ে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় এজাহার দায়ের করিলে টংগী পূর্ব থানার মামলা নং ২৩ তাং ১৪/০৯/২৩ ইং। এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় অজ্ঞাত ব্যক্তি টঙ্গীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ািয়ে নেশা করতো। তার পরিবারের কেউ এই এলাকায় থাকে না।
এ বিষয়ে বর্তমানে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এস আই মোঃ নজরুল ইসলাম বলেন, কয়েক মাস আগে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয় কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায় নাই। লাশের পরিচয় পাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে।