
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা সরকারি হাসপাতালের সামনে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মল্লিক বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরানের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মল্লিক বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহবায়ক সারোয়ার জাহান এমরান সঞ্চালনা করেন মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকা, এসময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির সদস্য মাওলানা এশফাকুর রহমান সিদ্দিকী, রাশিদা খাতুন, ভালুকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আখতার দিনা পৌর মহিলাদলের সভাপতি গোলাপি আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা , পিয়াস মাহমুদ শুভ, বিএনপি নেতা সাইফ উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, ছাত্রদল নেতা রাফি উল্লাহ চৌধুরী ও মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আতাহার হোসেন প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।