
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নজিপুর পৌরসভার মেসার্স তৈয়ব এন্টারপ্রাইজ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।