
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক,আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কুরআন তেলওয়াত করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর হোসেন।
বালুচর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার ৭ জানুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী (বেগম বাজার)উপজেলা বিএনপি সহসভাপতি নুরুলহক সরকারের বাড়ি বালুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বালুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন মেম্বার সাবেক সদস্য সচিব আনসার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন চৌধুরী,হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য আলী আকবর নিরব,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ,বালুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মাদবর,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম সদস্য সচিব শেখ মোঃ রাসেল,কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাঈম, বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপির,সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ।