
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গজারিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটকেন্দ্রে যাতায়াতের সড়ক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:রেজাউল করিম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাহমুদুল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ৩০ নম্বর শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৭ নম্বর রেফায়েত উল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ নম্বর দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩১ নম্বর চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।তিনি ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি,সিসিটিভি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার ও ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করে তিনি দায়িত্বশীলদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।