
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাব,পুলিশ ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনায় মুন্সীগঞ্জে ১৮ মামলার আসামী আঃ রহমান মেহেদিকে গ্রেফতার করেছে পুলিশ।সে পিরোজপুর জেলার দক্ষিন গাবতলী থানার মৃত দেলোয়ার হোসেন এর ছেলে।
তাকে বুধবার (৭ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।এ সময় তার ভাড়া বাসা থেকে ২টি র্যাবের কটি, ১টি পিস্তলের কভার, ২টি ওয়াকিটকির চার্জার, ও নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করা হয়।পরে তার তথ্য মতে এসব ঘটনার সাথে জড়িত মোঃ রাসেল (৩৮),পিতা-নুর ইসলাম,মাতা-মৃত হনুফা বেগম, সাং-চর কাজড়,থানা-গলাচিপা,জেলা-পটুয়াখালী বর্তমান গ্রাম-পলাশপুর,থানা-কদমতলী,জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা বিভিন্ন সময় পুলিশ,ডিবি পুলিশ এবং র্যাব পরিচয়ে ডাকাতি/দস্যুতা সংঘটন করে থাকে।গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান মেহেদী এর নামে ১৮টি মামলা এবং অপর আসামী মোঃ রাসেল এর নামে ৫ টি মামলা রয়েছে।