
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন রামপাল ইউনিয়নের জোড়ার দেউল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিবির এসআই (নিঃ) মো:ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় আ:ছামাদ চোকদারের বাড়ির পশ্চিম পাশের নিচু খালি জমিতে অভিযান চালিয়ে রহমত উল্লাহ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন।তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।