
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ সংঘের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার পাইকপাড়া হাইস্কুল মাঠে এ লেপ বিতরণ করা হয়।স্বাধীন সমাজ সংঘের সভাপতি ও চিকিৎসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো:শাখাওয়াত হোসেন শেখ। বিশেষ অতিথি ছিলেন মো:জাহাঙ্গীর আলম বাবুল।
আয়োজকরা জানান,সংগঠনের নিজস্ব তহবিল থেকে প্রতি বছর শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এদিকে স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।