
আদিলুর রহমান আদিল
গফরগাঁও জেলা প্রতিনিধি
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের পাটমহল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান পুড়ে যায় এবং আনুমানিক ৩০ -৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
স্থানীয়রা জানান, সিলিন্ডার গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রথমে আনোয়ার মিয়ার ফলের দোকান পুড়ে যায়, এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মফিজ মিয়ার চিড়া-মুড়ির দোকানে, যেখানে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। সর্বাধিক ক্ষতি হয় জমির মিয়ার চাল, চিনি, ময়দা ও ভুসির গোডাউনে—যেখানে প্রায় ২৭ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
রাত ৯টার দিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ইসমাইল হোসেন সোহেল ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।