
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সাহেব আপিলের মাধ্যমে তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এর আগে যাচাই-বাছাইয়ে বিভিন্ন কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের করেন। আপিল শুনানি শেষে কর্তৃপক্ষ তাঁর পক্ষে রায় প্রদান করলে প্রার্থীতা পুনর্বহাল হয়। প্রার্থীতা ফিরে পাওয়ায় আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি ন্যায়বিচারের ওপর আস্থাশীল ছিলাম। নির্বাচন কমিশন সেই ন্যায়বিচার নিশ্চিত করেছে। ভালুকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই।”এদিকে তাঁর প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে ভালুকা উপজেলায় সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। অনেকেই এটিকে এলাকার ভোটারদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।