সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা:
গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগ সাংবাদিকদের পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ রাজপ্রাসাদ কনভেনশনে সেন্টারে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যতম সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সহ নেতৃবৃন্দ।