
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড আব্দুল্লাহপুর গ্রামে বুধবার ভোর ৪ টায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পৃথক তিনটি বাড়িতে একটি বসতঘর, একটি দোকান, একটি পাকঘর পুড়ে ছাই। পরিকল্পিতভাবে ঘরগুলেতে আগুন লাগানো হয়েছে বলে দাবি ঘরের মালিকদের।
এতে আগুনে পুড়া ক্ষতিগ্রস্ত পরিবার জলিল মিয়া, শুকর আলী, হাফেজা বেগম, স্বামী আহাদ মিয়া ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।
সরেজমিনে গেলে জানা যায় ভোর রাতে আনুমানিক ৪ টায় জলিল মিয়া ঘরে হঠাৎ আগুনের ধোঁয়া ও পুড়া গন্ধে লোকজন ঘুম থেকে ওঠে দেখে ঘরের চারদিকে আগুন জ্বলছে।দ্রুত সময়ের মধ্যে ঘরের আসবাবপত্র সহ চারদিকে দাউদাউ করে আগুনে পুড়ছে।তারই কিছুক্ষন পর ৭/৮ মিনিটের মধ্যেই শুকুর আলীর দোকানে আগুন দেখতে পান আগুন নিভাতে আসা লোকজন। ১৫ মিনিটের মধ্যে তিনটি স্হানে আগুন লাগার খবর পান বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবারগুলো জানান, আব্দুল্লাহপুর ইতিমধ্যে একাধিক বাড়িতে আগুন লাগানো ঘটনা ঘটেছে, এই চক্রের হাত থেকে বাঁচতে চায় সাধারণ মানুষ। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি পরিকল্পিত দাবি করে এ ঘটনায় জড়িতদের বিচার চান ভুক্তভোগীরা।