আনোয়ারা আশাঃ
মুজিব মানে
জাতির পিতা বঙ্গবন্ধু তার নাম স্বাধীন দেশে পতাকা উড়ে
তারই অবদান ।
মুজিব মানে
টুঙ্গীপাড়ার দুরন্ত সেই খোকা যার চোখেতে স্বাধীন দেশের মানচিত্র আঁকা ।
মুজিব মানে
রেসকোর্সে বিজয় লক্ষে ভাষণ মুক্ত হলো সোনার বাংলা
নিলো জাতির পিতার আসন।
মুজিব মানে
স্বাধীন বাংলায় পতাকা ওড়ার শব্দ
সাহসী মুজিব ছিলেন বলে
হলো পাক বাহিনী জব্দ।
মুজিব মানে
কিষাণ-শ্রমিক সবার মুখে হাসি মাঠে -ঘাটে , নদীর পাড়ে
রাখাল বাজায় বাঁশি ।
মুজিব মানে
১৫ই আগস্ট ভয়াবহ সেই রাত
সপরিবারে মৃত্যু হলো
কি ছিলো অপরাধ?
মুজিব মানে
৭ই মার্চের মুক্তিযুদ্ধের চেতনা বীর বাঙালি সাহস পেলো
হলো স্বাধীন সার্বভৌম রচনা।
মুজিব মানে
পরাধীনতার গ্লানি থেকে জাতিকে করেছে মুক্ত
তাই তো আজ সব বাঙালি
শেখ মুজিব ভক্ত।