মোহাম্মদ আসাদ, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯মার্চ) নিলক্ষিয়া পাবলিক কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমীন সাদ্দামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসন্ন বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার।
ইফতার ও দোয়া ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক নৌরুজ, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, নিলক্ষিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশকর আলী, সাধারণ সম্পাদক সওদাগর আলী, ২নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন মাতাবর সাধারণ সম্পাদক আজিজুল হক, ৩নং ওয়ার্ড সভাপতি লাল মিয়া সাধারণ সম্পাদক কালু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ৭ নং ওয়ার্ড সভাপতি নুরুল হক (মুক্তি) সাধারণ সম্পাদক জ্বিল হক, ৮নং ওয়ার্ড সভাপতি ধলা মিয়া সাধারণ সম্পাদক ওয়ারেছ মিয়া, ৯নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান সাধারণ সম্পাদক তাজু , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লাল,কিয়ামত উল্লাহ্ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক রনি, উপজেলা ছাত্রলীগ সদস্য সালমানশাহ, সদস্য রনি , পৌর ছাত্রলীগের যুন্ম আহ্বায়ক সাদ আহমেদ নয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেদাউস সজীব, উপদপ্তর সম্পাদক আসলাম, উপগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন সাধারণ সম্পাদক রাজু, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল ছাত্রলীগ নেতা বুকদারসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
ইফতারের পূর্বে ছাত্রলীগের সার্বিক কল্যাণ কামনা করে বাংলাদেশ ও ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ।