
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।রবিবার সকাল ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে টংঙ্গীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান,অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুনে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।