
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি)রাত ১১টার দিকে শোলারচর দক্ষিণ পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে,আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।
উল্লেখ্য যে,পলাতক ইলিয়াসের নামে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ মোট ৮টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।