
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকা থেকে রহমতউল্লাহ ইন্তেজার (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে রহমতউল্লাহ ইন্তেজারকে শেষবারের মতো বাড়ির সামনে দেখা যায়।পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি পরিবারের কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে যোগাযোগ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাই মো:ওয়াদুদ দেওয়ান (৪১) বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।পুলিশ জানিয়েছে,নিখোঁজ যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।