
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(৫ অক্টোবর)দুপুর সাড়ে ১২ টা হতে ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বিসমিল্লাহ মেডিসিন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসীর মালিক মো: আল আমিন কাজিকে ৫ হাজার টাকা,মেসার্স মা মেডিকেল হলের মালিক মো:জাহাঙ্গীর খানকে একই অপরাধে ৩ হাজার টাকা ও আব্দুল্লাহ স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক রমজান মোল্লাকে ১ হাজার টাকা সহ ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।আমাদের অভিযান অব্যাহত আছে।