
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ শত গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার ৪ জানুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার আলীনুর ইসলামের ষ্টীলের দোকানের সামনে পাকা রাস্তার উপর এসআই সাইউল ইসলাম ও সঙ্গীয় অফিসার এএসআই হারুন অর রশিদ অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী আরমান সরদার (২০)উপজেলার রশুনিয়া সরদারপাড়া এলাকার নাদিম সরদারের ছেলে।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল হান্নান জানান,সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার আলীনুর ইসলামের ষ্টীলের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করি।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।