
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ স্থানীয় সরকার এর উপ পরিচালক, উপসচিব মোঃ সফিকুল ইসলাম। ভালুকা সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা এর নির্বাহী পরিষদ সদস্য মোঃ সারওয়ার জাহান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী নূর খান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, এপোলো ইন্সটিটিউট ভালুকার অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান, বাউল শিল্পী সমিতির সভাপতি হাজী আঃ রহমান সহ উপজেলার ১১টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের উক্ত সম্মেলনে সৃষ্টি শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও কলকাকলী সংগীত বিদ্যালয়ের পরিচালক এস এম সুজন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এসময় ফোরামভুক্ত ১১টি সংগঠনের পরিচালক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন উক্ত সংগঠনসমূহের শিল্পীবৃন্দ।
Like this:
Like Loading...
Related