এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে ঐতিহাসিক ৭মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ মার্চ বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী শামসুল হক,উপজেলার পরিসংখ্যান অফিসার রাফিউজ্জামান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা গণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।