রিয়াজুল হক সাগর, রংপুর: আজ লেখক সংসদ রংপুরের ৮৩১ তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি জনাব মোঃ আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার ভাইয়ের উপস্থাপনায় এম এ ফাত্তাহ সাহেবের মাধ্যমে পবিত্র কালামে পাক তেলাওয়াতের মধ্য দিয়ে আসর শুরু হয়।
উক্ত আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের অর্থ-সম্পাদক ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য লেখক, কবি, নাট্যকার, গীতিকার, মো আজহারুল ইসলাম আল আজাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবিব রবু, অবসর প্রাপ্ত শিক্ষক নূর মোহাম্মদ সরকার । প্রবন্ধ উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা ডঃ মোঃ শফিউল হক, ডাস এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া ও মো আব্দুস ছালাম ।
বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টার ও অধ্যাপক আহসান হাবিব রবু প্রমুখ। উল্লেখ্য থাকে যে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর আগামী শনিবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে