
সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা প্রতিনিধিঃ ১১ই মার্চ ২০১৪ গোবিন্দগঞ্জের উন্নয়নের রূপকার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ,ফাসিতলা একরামুল হক আইডিয়াল কলেজ মাহিমাগঞ্জ এমএ মোতালিব টেকনিক্যাল কলেজ,কোচাশহর শিল্প নগরী কলেজ, জগদীশপুর আলহাজ্ব আছাব আলী ফাজিল মাদ্রাসা সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বাংলাদেশ এতিমখানার সমিতির চেয়ারম্যান, ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা ও মহাসচিব, সাফিয়া আছাব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ৩২ গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালেব আকন্দে ১৮তম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তার যেকোনো একটি ভালো কাজের অছিলায় তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন
তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহঃ ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি, উদ্যোগে প্রতিষ্ঠিত গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, বাংলাদেশ এতিমখানার সমিতি, সাফিয়া আছাব ফাউন্ডেশন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা।স্থাপিত ১৯৯৫, গোবিন্দগঞ্জ এর আওতাভুক্ত প্রতিষ্ঠান, সমূহ। ১| শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ, ২| আলহাজ্ব আছাব আলী সিনিয়র (ফাজিল) মাদ্রাসা, জগদীশপুর মহিমাগঞ্জ, ৩| গোলাপ বাগ মহিলা দাখিল মাদ্রাসা, ৪| জগন্নাথ পুর দাখিল মাদ্রাসা, ৫| আফরোজা আনার দাখিল মাদ্রাসা,৬| ছোট অভিরাম পুর পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসা, ৭| রাজাবিরাট দাখিল মাদ্রাসা,,৮| আলহাজ্ব আহম্মদ আলী দাখিল মাদ্রাসা তেঘড়া কামদিয়া,,৯| কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়, ১০| সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ১১| বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ,১২| সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়,১৩| কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪| কছির উদ্দিন আকন্দ এতিমখানা,১৫| সাফিয়া খাতুন এতিমখানা, ১৬| কছির উদ্দিন আকন্দ এতিমখানা জামে মসজিদ জগদীশপুর , ১৭| আফরোজা আনার দাখিল মাদ্রাসা কোচাশহর, ১৮| খোলাহাটি দাখিল মাদ্রাসা গাইবান্ধা,১৯| সরদার হাট বালিকা উচ্চ বিদ্যালয়,,২০| সাফিয়া আছাব বিপি এড এন্ড তথ্য কলেজ, গোবিন্দগঞ্জ ,২১| তেঘড়া আব্দুল কদ্দুছ সরকার কৃষি কলেজ, ২২,তেঘড়া|মোত্তালিব নগর হাইস্কুল, কামদিয়া,,২৩| গোবিন্দগঞ্জ মহিলা কলেজ,২৪| ফাসিতলা একরামুল হক আইডিয়াল এন্ড কম্পিউটার বিজ্ঞান কলেজ,কামারদহ,২৫।বোগদহ কাঠগড়া দাখিল মাদ্রাসা, কাটাবাড়ী, ২৬।বাগদা বাজার কৃষি ব্যাংক, কাটাবাড়ী,,২৭। বাগদা বাজার পোস্ট অফিস, ২৮। বগুলাগাড়ী বালিকা বিদ্যালয়,ভেলামাড়ী বালিকা বিদ্যালয়,,৩০। বৈরাগীহাট বালিকা বিদ্যালয়,,৩১। মহিমাগঞ্জ ইউনিয়ন এম এ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ৩২।কার্ডিফ ইন্টার ন্যাশনাল ল, কলেজ, গোবিন্দগঞ্জ ,৩৩।মাত্রাই কারিগরি ও বিজ্ঞান কলেজ,কালাই জয়পুরহাট,৩৪।পলাশবাড়ী কারিগরি কলেজ, পলাশবাড়ী গাইবান্ধা,৩৫।এম এ মোত্তালিব বালিকা ও এতিমখানা, গোবিন্দগঞ্জ ,৩৬।চতরা কারিগরি ও বিজ্ঞান কলেজ, পীরগঞ্জ রংপুর,৩৭।নবীপুর মদিনাতুল উলুম আল কোআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিবগঞ্জ বগুড়া,৩৮। বালিকা বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া,এই সমস্ত প্রতিষ্ঠানসহ গোবিন্দগঞ্জ পৌরসভা ও ১৮টি ইউনিয়ন বিভিন্ন এলাকা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ক্লাব তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানের সহিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৬ সালে ১১ মার্চ সরকারি সফরে দুবাইয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।