
সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনে পক্ষ থেকে গোবিন্দগঞ্জ শহীদ মিনারে শহীদ বেদীতে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোরে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা ফারুক আহম্মদ,পৌর বিএনপির সহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আকন্দ,সদস্য আব্দুল ওয়াহাব লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, যুগ্ম আহবায়ক সোহেল রানা রতন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি পৌর ছাত্রদলের আহবারক খায়রুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল আটটায় গোবিন্দগঞ্জ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।