
মেহেরপুর প্রতিনিধিঃ বেশ কিছুদিন ধরে ফেসবুকে “দৈনিক কাগজ” এর নামে একটি প্রতারক মহল পত্রিকার নিজস্ব অ্যাড চালিয়ে এবং প্রতিনিধি নিয়োগের কথাও হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণের নগত অর্থ, এবার সেই একই প্রতারক চক্র অবলম্বন করছে নতুন কৌশল।
তাদের আগের ব্যবহার করা 01779–618881 বিকাশ নাম্বার “দৈনিক কাগজ এর ব্যবস্থাপনা সম্পাদক- সাংবাদিক -হারুন অর রশীদ” পরিচয়ে মেসেজ প্রদান করে বলা হচ্ছে,
ঘোষনা
দৈনিক কাগজ এর বর্তমান নতুন মালিকানা কোম্পানীর উদ্যোগে আসছে উদ উপলক্ষে নিয়োগকৃত সকল প্রতিনিধিদের ইদ উৎসব ভাতা প্রদান করা হবে। –
উৎসব ভাতা ৭ই এপ্রিল, সরাসরি প্রতিনিধিদের দেয়া ব্যাংক একাউন্ট এর নামে একাউন্ট পে- চেক এর মাধ্যমে প্রদান করা হবে। –
অনুগ্রহ করে নিচে দেওয়া ই-মেইলে আপনার নাম- ঠিকানা পদবী ফোন নাম্বার ইমেইল নিজ নামে ব্যাংক একাউন্ট নাম্বার প্রদান করার জন্য বলা হইল।
kagoj@dailykagojbd.com
যেখানে দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে কিছু না করেই এই প্রতারক চক্র অকারণে টাকা বিলাচ্ছে!
উল্লেখ্য
STAR GROUP (PVT.) LTD এর নাম ব্যবহার করে “দৈনিক কাগজ এর ব্যবস্থাপনা সম্পাদক- সাংবাদিক -হারুন অর রশীদ” নামের এই প্রতারক চক্রটি আকর্ষণীয় ও লোভনীয় ফেসবুক এডের মাধ্যমে সাংবাদিক নিয়োগের কথা বলে পারসোনাল বিকাশ 01779-618881 এই নাম্বারে মাধ্যমে সারা বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকার ও বেশি নগত অর্থ। আর তাই বিভিন্ন সাংবাদিক মহল সহ প্রতারণার শিকার ভুক্তভোগীদের প্রশাসনের কাছে দাবি দ্রুত এই প্রতারক চক্রটিকে সনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।