
মতিউর রহমান, বিশেষ প্রতিনিধিঃ- পাটকেলঘাটা পারকুমিরা বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
সূত্রে প্রকাশ, গতকাল গভীর রাতে পারকুমিরা গ্রামের খান হামিদুল ইসলামের বাড়ি থেকে ব্যবসায়ীক ৭৫,৭০০৳ টাকা,৩ টি স্বর্ণের আংটি ও ১ টি স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায়। পাটকেলঘাটা থানায় বিবাদী মোঃ রেজাউল ইসলামের পুত্র মোঃ মুরাদ হোসেন কে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি নিয়ে খান হামিদুল ইসলাম কিছু দিন যাবৎ তার গ্রামের বাড়ি বড়বিলাতে থাকার কারণে এই সুযোগে গভীর রাতে খান হামিদুল ইসলামের বাড়িতে ঠুকে গ্রীলের তালা ভেঙ্গে আলমারি থেকে টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়।
পারকুমিরা গ্রামের মুদির দোকান আফছার আলী বলেন, আমার দোকানে মোঃ মুরাদ কে আগে কেন দিন বসতে দেখেনি। কিন্তু ৩১/০৩/২০২৪ তারিখ রবিবার আমার দোকানে মুরাদ রাত্রে দীর্ঘক্ষণ বসে ছিল।