
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অভিযান পরিচালনা করে প্রায় ১ কিলোমিটার পাইপ অপসারণ করা হয়েছে এবং ইকবাল নামের এক ড্রেজার ব্যবসায়ী কে আটক করা হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলার পাচগাও ইউনিয়নে চলে এই অভিযান।অভিযান পরিচালনা করেন টংঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো:ওয়াজেদ ওয়াসীফ, টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো:সাইফুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান বলেন, আজকে আমরা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ড্রেজার পাইপ অপসারণ করেছি এবং ড্রেজারের মালিক কে আটক করেছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।পুরো উপজেলার ১৩ টি ইউনিয়নেই চলবে এই অভিযান। আশা করি আজকের পর থেকে কেউ এই অন্যায় কাজ করতে সাহস পাবেনা।তিনি আরো বলেন,ড্রেজার দিয়ে যে সমস্থ পুকুর বা ফসলি জমি ভরাট হয়েছে সেগুলো পূর্বের শ্রেনীতে রুপান্তরিত করার কাজ চলমানের কাজ চলছে।