1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. mojarhasirfunny@gmail.com : mojarhasirfunny@gmail.com mojarhasirfunny@gmail.com : mojarhasirfunny@gmail.com mojarhasirfunny@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- "সাদিয়া মাহজাবীন খান" | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
ফুলছড়ি’তে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ লটারি কার্যক্রম স্থগিত ভালুকায় উচ্ছেদ করা চা স্টল মালিকদের লোহার তৈরি চায়ের দোকান তৈরি করে দিলেন ইউএনও ভালুকা সলঙ্গায় সবজির দাম চড়া সিরাজগঞ্জ সলঙ্গায় ট্রাক অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের বাবা ও ছেলে নিহত কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে সন্ত্রাসী হামলায় জমি জবর দখলের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত, আহত আরও কয়েকজন মুন্সীগঞ্জের শ্রীনগরে জমজ দুই শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ  মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত- ১,আহত-১২ মুন্সীগঞ্জ জেলা পুলিশকে গাড়ি উপহার দিলো যমুনা ব্যাংক ফাউন্ডেশন ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে

নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- “সাদিয়া মাহজাবীন খান”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার
নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- "সাদিয়া মাহজাবীন খান"

দেশীয় টিভি নাটকের সাহসী অভিনেত্রী সাদিয়া মাহজাবীন খান। টিভি মিডিয়ায় আত্মপ্রকাশের আগে দৃষ্টিপাত নাট্যদলের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে অভিনেত্রী হিসেবে সাদিয়া মাহজাবীন টিভি নাটকেও সমান ব্যস্ত। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রেও তার প্রতিভার সাক্ষর রেখে যাচ্ছেন।

বর্তমানে তার পরিকল্পনা – গুণী নির্মাতার কাজ করে নিজেকে সামনের কাতারের অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে করা। এই প্রসঙ্গে তিনি বলেন, গেলো কয়েক বছর ছোটখাটো চরিত্রে কাজ করেছি অনেক। কিন্তু ছোটখাটো চরিত্রে কাজ করলে যেটা হয়, সকলেই ওই একই টাইপের চরিত্রে কাস্ট করতে চায়। অর্থাৎ এক জায়গায় আটকে দেওয়া হয় আমাদের। আমি মনে করি এভারেজ কাজ করলে আমাদের মত স্ট্রাগল করা অভিনেত্রীদের স্বপ্নগুলো মরে যায়। তাই প্রতিষ্ঠিত নির্মাতাদের সঙ্গে ভালো গল্পের কাজ করার আকুতি জানাই সবসময়।আমি মনে করি, নতুনদের জন্য এখনও শোবিজে শক্ত অবস্থান তৈরি করা অনেক কঠিন। তবুও আমি আশা ছাড়িনি। সাম্প্রতিক সময়ে সাদিয়া বেশকিছু খন্ডনাটক, ধারাবাহিকে অভিনয় করেছেন উল্লেখ করার মতো চরিত্রে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজ হল- সেলিম রেজার ‘রোমান্টিক বাড়িওয়ালা’ ও সজীব মাহমুদের ‘উগান্ডাপুর’সহ বেশ কিছু ধারাবাহিক। তিনি অভিনেত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন থেকে শুরু করে অনেক তারকা শিল্পীর সঙ্গে। সাদিয়া বলেন, নিজের অভিনয়ের স্কিল প্রমাণ করবো বলেই দীর্ঘদিন ধরে থিয়েটার এর সাথে যুক্ত রয়েছি। এখন শিল্পীদের একাধিক প্লাটফর্মে কাজ করার সুযোগ হচ্ছে।

কিন্তু এক্ষেত্রে নতুনদের সুযোগ কতটা ? এমন প্রশ্নের উত্তরে সাদিয়া বলেন, আমাদের এখানে অডিশন নিয়ে কাস্টিং খুবই কম হয়। কিন্তু একজন নবাগত তো তাকে প্রমাণের জন্য অডিশন দিতে সবসময় প্রস্তুত। তাই আমি মনে করি পেশাদার ভাবেই স্ক্রিনটেস্ট বা অডিশন ব্যবস্থা খুবই প্রয়োজন। তাহলে আমাদের সঠিক মেধার মূল্যায়ন হবে। নিজের কাজের ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা রয়েছে কী না জানতে চাইলে সাদিয়া বলেন, আমি অডিশনের কথা এই কারণেই বললাম যে, কেউ আমাকে অডিশন নিয়ে যদি বাদ দেয়, তাহলে কোন দুঃখ থাকে না। কিন্তু যদি কেউ স্ক্রিপ্ট পড়িয়ে, সবকিছু ফাইনাল করে কোন কারণ ছাড়া বাদ দিয়ে অন্য কাউকে কাস্টিং করেন, তাহলে মনে করি অবিচার করা হয়। সেক্ষেত্রে আমি তাই ওটিটির কাজের প্রতি ভরসা রাখতে চাই।

কারণ, এখানে প্রোপার স্ক্রিন টেস্ট করেই কাস্টিং করা হয় হচ্ছে। ফলে যোগ্য ও পরিশ্রমীরা কাজের সুযোগ পাচ্ছে। তাই ক্যারিয়ারের ভালো করার জন্য যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত আমি। সাদিয়া বলেন আমার অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটকের নাম, পরিচালক পারভেজ আমিন এর ধারাবাহিক ‘জলপুত্র’ এবং ‘আগুন পাখি’ (দীপ্ত টিভি) আজাদ কালাম এর ধারাবাহিক ‘বিরোধ’ (দীপ্ত টিভি), অরণ্য আনোয়ার এর ‘Fool HD’ (মাছরাঙ্গা টিভি), মীর সাব্বির এর ধারাবাহিক ‘নোয়াশাল’ (আরটিভি), ফরিদুল হাসান এর ‘কমেডি ৪২০’ (বৈশাখী টিভি), ইমরান হাওলাদার এর ‘ভিলেজ হট্টগোল’ (আর টিভি), সজীব মাহমুদ এর ‘উগান্ডাপুর’ (এশিয়ান টিভি), সোহেল তালুকদার এর ‘ভ্যাজাইল্লা গ্রাম’ (একুশে টিভি), গোলাম সোহরাব দোদুল এর একক নাটক ‘ভুবন তীরন্দাজ’ (আর টিভি), রবি প্রধান এর নাটক একক নাটক ‘আলগা সিদ্দিক’ (আর টিভি), শাহনেওয়াজ রিপন এর একক নাটক ‘মিস্টার এক্স’ (আর টিভি) এছাড়াও পরিচালক সুমন আনোয়ার, কায়সার আহমেদ,আল হাজেন, সুব্রত সঞ্জীব, মজিবুল হক খোকন, সজীব চিশতী, সোহাগ কাজী, জামাল মল্লিকসহ বেশ কিছু নির্মাতার একক ও ধারাবাহিকে অভিনয় করেছেন।

সবশেষে সাদিয়া মাহজাবীন খান জানান, বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রের প্রতিও তার অগাধ ভালোবাসা। ইতিমধ্যে তিনি গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছেন। তার অভিনীত ছবির নাম ‘অমানুষ’। মুক্তি পাওয়া এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাদিয়া’র ইচ্ছে রয়েছে নিয়মিত চলচ্চিত্র,নাটক ও ওটিটি প্লাটফর্মে অভিনয় করার। মডেল ও অভিনেত্রী সাদিয়া বলেন, আমি সবার দোয়া ও ভালোবাসা চাই । আমি আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসা যদি আমার সাথে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৭
  • ৪:৪৩
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৬

আর্কাইভ

জুলাই ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost