“লেখক:”আশিকুর সরকার (রাব্বি)”
“মানুষ যে এক অদ্ভুত জাতি বহু রুপে দেখতে পাই।
“ভালো সেজে মুখোশ পরে দেখে চেনার উপায় নাই।
“ভালো মন্দের নাই ভেদাভেদ মানুষ অর্থকে দেয় সম্মান।
“মন্দ লোকের অর্থ থাকলে তাঁর কমতি হয়না মান।
“সথ লোকের ভাত নাই ভাই,এটাই যে বাস্তবতা।
“সমাজের চোখে তারাই ভালো,এটাই সত্য কথা।
“সব জায়গাতেই শুনি যে ভাই,মন্দ লোকের জয়গান।
“নিজ বিবেককে বিসর্জন দিয়ে মন্দকে দেই সম্মান।
“বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হয়তো হবে একদিন।
“ভালো মন্দের ভেদাভেদ খুঁজে হিসেবে মিলবে না সেদিন।
“অর্থের কাছে বিলিন সবাই নিজেকে দিয়েছে বিলিয়ে।
“নিজ বিবেককে করেছে বন্দি,সবোই দিয়েছে মিলিয়ে।