
মোঃজাহাঙ্গীর আলম পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়, দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়ন বাজার
দোহা বাজারের খাস জমি জবর দখল করে স্থানীয় কিছু প্রভাবশালী। হয়ে উঠেছে একশ্রেণির ভূমি খেকো সিন্ডিকেট। এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি। অনুসন্ধানে জানা গেছে, সোনাহার ইউনিয়ন বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হয়েছে। বহুতল দালান কোঠা সহ অসংখ্য ও স্থাপনা।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায় সোনাহার ইউনিয়ন ভুমি কর্মকর্তার নেতৃত্বে, সার্ভেয়ার দিয়ে ,সরজমিন গিয়ে জরিপে সোনাহার মৌজা বাজার শ্রেনীর ২৭২১ দাগে ২৮ শতাংশ জমি জরিপ করে লাল ফ্লাগকৃত খুটি বসিয়ে দেন।
এসময় উক্ত অভিযানে জরিপে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিজান ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা । মোঃ দেলোয়ার হোসেন, প্রধান সহকারী উপজেলা ভূমি অফিস, শফিকুল ইসলাম অফিস সহায়ক উপজেলা ভুমি অফিস, কায়েস ইসলাম সায়রাত সহকারী উপজেলা ভূমি অফিস সোনাহার ইউনিয়ন গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন।
এবিষয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করা হলে। তারা বলেন আসলে এটি একটি সরকারের ভালো উদ্যোগ সরকারি জায়গায় সরকারিভাবে দোকানপাট তুলে দিলে এলাকার গরিব বেকার ছেলেদের দোকান করে দিলে তারা ভালোমতো পরিবার নিয়ে চলতে পারবে।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোনাহার মৌজায় জগন্নাথ হাটে সরকারি খাস জমি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা সহ দখলে রেখেছে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বাজারের জমি দখল কারীদের প্রাথমিক ভাবে নোটিশ প্রদান করা হয়। আজকে আমরা সরেজমিনে পরিমাপ করে লাল প্লাগ গেরে সীমানা নির্ধারন করেছি। পরবর্তিতে ইউএনও স্যারের নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম করা হবে। জমির পরিমান, ২৭২১ দাগে ২৮ শতক।